নিউইয়র্ক

আমেরিকার সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোর কিনতে চায় অ্যামাজন


করোনার এই মহামারিতে ডিপার্টমেন্ট স্টোরগুলো ক্রেতা শূন্য। অপরদিকে বেচা-কেনা বেড়েছে অনলাইনে। এই সুযোগটা নিতে চাইছে পৃথিবীর বৃহত্তম অনলাইন বাজার অ্যামাজন। তারা আমেরিকার মল জায়ান্ট সিমন প্রোপার্টি গ্রুপের সঙ্গে কথা বলছে তাদের ওয়্যারহাউজ কিনে নেওয়ার জন্য।


যদি এই চুক্তি আলোর মুখ দেখে তাহলে অ্যামাজন সিয়ার্স ও জেসিপেনিরও অবকাঠামো ব্যবহার করতে পারবে। উভয় কোম্পানি দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। সম্প্রতি মাসগুলোতে তাদের অনেক দোকানও বন্ধ হয়ে গেছে। সিমন গ্রুপ জেসিপেনি ক্রয় করছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রসারে অ্যামাজনের এই উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সময় কমতে পারে ক্রেতাদের কাছে মালামাল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। অ্যামাজনের অনেক গুদামঘর সক্ষমতা ছাড়িয়ে গেছে। তবে অ্যামাজনের কর্মকর্তা  র‌্যাচেল ল্যাইটি গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন।

করোনার এই সময়ে অ্যামাজনের ব্যবসা হুহু করে বেড়েছে। সম্পত্তি বেড়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসেরও। নিজেদের প্রাধান্য বাড়াতে অ্যামাজন নিত্য-নতুন পথ খুঁজে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এনএইচ