নিউইয়র্ক

দেশে ফিরতে নিষেধাজ্ঞা পেতে পারেন মার্কিনীরা

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে প্রথম অবস্থানে আছে। দেশটিতে মহামারি ভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না কোনো উপায়েই। ফলে সংক্রমণ ঠেকাতে নিত্যনতুন পদপক্ষেপ নিতে বাধ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন। 

এবার ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, দেশটির নাগরিক ও স্থানীয় বাদিন্দারা দেশে ফেরা নিয়ে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। সোমবার (১০ আগস্ট) ভাইরাস সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য আক্রান্ত নাগরিকদের দেশে ফিরতে না দেওয়া বিষয়ক এক খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা।


তবে ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। তাছাড়া যেকোনো সময় খসড়াটির পরিবর্তন হতে পারে। 


ট্রাম্প প্রশাসন মনে করছে, যাদের ম্যাক্সিকো ও আমেরিকা দুই দেশের নাগরিকত্ব আছে, তারা ম্যাক্সিকোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়লে আমেরিকায় চলে আসবে। ফলে আরো বেশি সংক্রমণের ঝুঁকিতে পরবে দেশটি। 


ইতোমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশকিছু অভিবাসন নীতিতে পরিবর্তন করেন ট্রাম্প। পাশাপাশি ইউএস বর্ডার কর্তৃপক্ষকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলেন। 




এলএবাংলাটাইমস/ওএম