নিউইয়র্ক

জর্জিয়ায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী কোয়ারেন্টাইনে

জর্জিয়ার সিক্সেস এলিমেন্টারি স্কুলের আটশ শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ আগস্ট) চ্যারোকি কাউন্টি ডিস্ট্রিক্ট অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে। 

এছাড়া স্কুলটির ৪২ জন স্টাফকেও কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে, স্কুলটির এগারো জন শিক্ষার্থী ও দুইজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলো কর্তৃপক্ষ। এই ঘটনায় আক্রান্তদের সংস্পর্শে আসা সম্ভাব্য ৮০০ শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। 

উল্লেখ্য, চেরোকি কাউন্টির সিক্সেস এলিমেন্টারি স্কুল সোমবার (৩ আগস্ট) থেকে ক্যাম্পাসে ক্লাস চালু করেছে। কিন্তু ক্লাস শুরুর প্রথমদিনই সেকেন্ড গ্রেডের এক ছাত্রের করোনাভাইরাস টেস্টে পজেটিভ আসায় এর পরদিনই  ক্লাসরুমটি বন্ধ করে দেওয়া হয়। তখন ক্লাসের শিক্ষক ও ২০জন ছাত্রকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

এ ঘটনার পর অভিভাবকরা তাদের বাচ্চাদের পুনরায় স্কুলে ফিরে যাওয়া প্রশ্ন তুললেও কর্তৃপক্ষ ক্লাস বন্ধ দেয়নি। এক সপ্তাহ পরেই স্কুলটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিলো ১১ জনে। 


এলএবাংলাটাইমস/ওএম