নিউইয়র্ক

কমলা হ্যারিসকে জো বাইডেনের রানিংমেট ঘোষণা

ক্যালিফোর্নিয়া সিনেটর কমলা দেবী হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে রানিংমেট করার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।


এই ঘোষণার মাধ্যমে কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনীত হলেন।

ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী হ্যারিস ক্যালিফোর্নিয়া থেকে ২০১৭ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে রানিংমেট হিসেবে বিবেচনায় প্রথম কাতারে ছিলেন তিনি।

জো বাইডেন কমলা হ্যারিসকে “সাধারণ মানুষদের পক্ষের একজন অকুতোভয় সৈনিক এবং দেশের অন্যতম সেরা  পাবলিক সার্ভেন্ট” বলে বর্ননা করেছেন। 

ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল হ্যারসি যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি রেখে পুলিশের পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন। 

আগামী ৭ অক্টোবর ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে হ্যারিসের সঙ্গে ডোলান্ড ট্রাম্পের রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিতর্ক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

এর আগে মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিংমেট হবার জন্য মনোনীত হয়েছিলেন। একজন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারাহ পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরাল্ডাইন ফেরারো।





 
এলএ বাংলা টাইমস/এমকে