নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে স্টেইন মার্টের ৩০০টি শাখা

অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডিসকাউন্ট রিটেইলর শপ স্টেইন মার্টের ৩০০টি শাখা। 

স্টেইন মার্টের সিইও হান্ট হকিন্স বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানটি। ফলে দেশজুড়ে ৩০০টি শাখা অচিরেই বন্ধ করে দেওয়া হচ্ছে। 

তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে দেশজুড়ে অনেক স্টোর বন্ধ রাখতে হয়েছে। এটার প্রভাব পড়েছে ব্যবসায়। পাশাপাশি এই মহামারিতে ব্যবসায়িকভাবে ক্রেতাদের মানসিকতা বুঝতে ব্যর্থ হওয়াকেও দায়ি করেন প্রতিষ্ঠানটির সিইও। 

১০২ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি ১৯০৪ সালে ছোট একটি ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে যাত্রা শুরু করেছিলো। পরবর্তীতে ৩০টি রাজ্যজুড়ে ৩০০টির বেশি শাখা খোলা হয় প্রতিষ্ঠানটির। প্রত্যেক স্টোরে প্রায় ৩০জন কর্মী কাজ করতো। ফলে প্রতিষ্ঠানটির শাখা বন্ধ হলে প্রায় ৮০০০ কর্মী বেকার হয়ে যাবে। 


এলএবাংলাটাইমস/ওএম