নিউইয়র্ক

কামালা হ্যারিসকে ট্রাম্পের কটাক্ষ

গতকাল  মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সিনেটর কামালা হ্যারিসের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মার্কিন রাজনীতির ইতিহাসে কামালাই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভুত নারী যিনি ভাইস প্রেসিডেক্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হলেন। তবে কামালার এই মনোনয়নে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প কটাক্ষ করেছেন কামালাকে। 


জো বাইডেনের রানিংমেট হিসেবে কামালার নাম ঘোষণার কিছুক্ষণ পরেই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কামালা বাইডেনকে বর্ণবাদী বলেছিলেন (প্রকৃতপক্ষে কামালা তা বলেননি) এবং বাইডেনের প্রশাসনে কামালা তার চরম উদারপন্থী নীতির কারণে 'পয়ঃনিষ্কাশনের পাইপে' পরিণত হবেন। 

কামালার উচ্চমাত্রায় ট্যাক্স ও সামরিক বাজেট কমানোর দাবির সমালোচনা করেন ট্রাম্প।

এছাড়া ২০১৮ সালে সুপ্রিম কোর্টে সেনেট কনফারমেশন হিয়ারিং-এর সময় ব্রেট কাভানফের বিরুদ্ধে ওঠা যৌন অশালীনতার অভিযোগের সময় আদালতে কামালার প্রশ্ন করার জন্য তাকে একহাত নেন ট্রাম্প। কাভানফের প্রতি কামালার ব্যবহার ‘নোংরা’ ছিল বলে অভিযোগ করেন ট্রাম্প। 

এছাড়া ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি নির্বাচনে “অন্য অনেকেই তার চেয়ে ভাল করেছিল” বলে ট্রাম্প কটাক্ষ করেন কামালাকে। “প্রাইমারিতে সে খুবই বাজে করেছিল”, বলেন ট্রাম্প। 

এক সময় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও সামিল হয়েছিলেন কামালা। বাইডেনের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সিনেটে সরবও হয়েছিলেন হ্যারিস। কিন্তু নির্বাচনের আগেই সেই হ্যারিসকেই তার রানিংমেট হিসেবে মনোনীত করে সকলকে চমকে দিয়েছেন বাইডেন। 






এলএ বাংলা টাইমস/এমকে