নিউইয়র্ক

ভার্জিনিয়ায় সামরিক হেলিকপ্টারে গুলি, আহত ১


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মার্কিন সামরিক হেলিকপ্টারে গুলি চালানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) ম্যানাসাসে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে দুইজন বৈমানিক ছিলেন বলে নিশ্চিত করেছে এয়ার ফোর্স অফিশিয়াল।

দ্য ইউএইচ-১এন ট্রেনিং রুটে উড়ছিল ম্যানাসাস এর ১০ মাইল পূর্ব-পশ্চিমে ১ হাজার ফুট ওপর দিয়ে। তখনই গুলির ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারটি ওয়াশিংটন ডিসির স্থানীয় বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

এই ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত কেউ গুলি ছুঁড়েছে তা এখনো জানা যায়নি। একজন বৈমানিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি বিস্তারিত তদন্ত করা হবে। হেলিকপ্টারটি কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে তা নিরূপণ করবে বিশেষজ্ঞরা। দ্য ইউএস এয়ার ফোর্স ৩১৬ জানিয়েছে, একটি ইউএইচ-১এন হেলিকপ্টার যেটিকে জয়েন্ট বেজ অ্যান্ড্রিউজে ফার্স্ট হেলিকপ্টার স্ক্রোয়াড্রন মোতায়েন করা হয় সেটি জরুরি অবতরণে বাধ্য হয়।

এলএবাংলাটাইমস/এনএএইচ