নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুন শিক্ষাবর্ষে ক্যাম্পাসে ক্লাস চালু করেছে। কিন্তু ক্লাস শুরুর প্রথম এক সপ্তাহেই পাঁচটি রাজ্যের প্রায় ২৩০ শিক্ষার্থীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্তদের সংস্পর্শে যাওয়া সম্ভাব্য আরো দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফকে কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 


এরমধ্যে জর্জিয়ার চ্যারোকি কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট এ ৫৯ জন শিক্ষার্থীর দেহে করোনা সনাক্ত হয়েছে৷ ফলে সেখানের এগারোশো শিক্ষার্থী ও স্টাফকে কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ। 

এছাড়াও জর্জিয়ার গরিন্নেট কাউন্টিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীর দেহে করোনা সনাক্ত হয়েছে। পাশাপাশি প্রায় ২৬৩ জনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। 

তাছাড়া আলাবামা, মিসিসিপি, অকলাহোমা ও ইন্ডিয়ানার বেশ কিছু রাজ্যেও শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম