নিউইয়র্ক

গ্রিন কার্ডের জন্য সম্পত্তি তলব করতে পারবে ট্রাম্প প্রশাসন


গ্রিন কার্ড ও ইমিগ্রেন্ট ভিসার জন্য ট্রাম্প সরকারের বিতর্কিত সম্পত্তি তলবের যে কার্যক্রম বন্ধ করা হয়েছিল আপিল আদালত পূর্বের নির্দেশনা বাতিল করেছে। 


এর ফলে গ্রিন কার্ড কিংবা ইমিগ্রেন্ট ভিসার জন্য ট্রাম্প প্রশাসন সম্পত্তি পরীক্ষা করতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যে এই আইন বাস্তবায়ন করা যাবে শুধু নিউ ইয়র্ক, কানেকটিকাট ও ভারমন্ট ছাড়া। 

নতুন আইন ট্রাম্প প্রশাসনের জন্য সাময়িক বিজয়। উল্লেখিত তিনটি রাজ্য ট্রাম্প প্রশাসনকে এ ব্যাপারে আইনি প্রশ্নের মুখে ফেলেছে। দ্য ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ইমিগ্রেশন অফিসারদের সুযোগ করে দিয়েছে কারণ দেখিয়ে গ্রিন কার্ড দেওয়া বা না দেওয়ার ব্যাপারে।

এই আইনটি ২০১৯ সালের অক্টোবরে জারি হওয়ার কথা থাকলেও একজন ফেডারেল জাজ এটিকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্বিত করেছিলেন। 

এপ্রিলে নিউ ইয়র্ক, কানেকটিকাট ও ভারমন্ট এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে এ ব্যাপারে আর্জি জানায় সিদ্ধান্ত পুনর্বিবিচেনার জন্য। মহামারিতে ডাক্তার ও অন্যান্যদের জন্য রাজ্যগুলো পরবর্তীতে এ সংক্রান্ত ঘোষণা জারি করে।


এলএবাংলাটাইমস/এনএইচ