চীনের হয়ে দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করায় সাবেক এক সিআইএ অফিসারকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে অ্যালেক্সান্ডার ইয়োক চীং মা (৬৭) চীনের গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করেছেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট।
চীন ও যুক্তরাষ্ট্রের বিবাদমান এই সময়ে এটি বেশ চাঞ্চল্যকর খবর। মঙ্গলবার চীং মাকে আদালতে হাজির করার কথা রয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। হংকং এ জন্ম নেওয়া মার্কিন নাগরিক মা ১৯৮২ সাল থেকে সিআইএর হয়ে কাজ শুরু করেন।
সরকারের কৌঁসুলিরা জানিয়েছেন সাত বছর আগে তিনি সিআইএর হয়ে কাজ করা ইস্তফা দেন। এরপর তিনি চীনের সাংহাইতে কাজে যান। ২০০১ সালে তিনি হাওয়াইতে চলে আসেন। চীং মা ও তার এক আত্মীয় যুগ ধরে স্পর্শকাতর সব তথ্য চীনের কাছে পাচার করছেন বলে অভিযোগ আনা হয়েছে।
হংকং এ ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় তথ্য দেওয়ার জন্য চীং মা প্রায় ৫০ হাজার মার্কিন ডলার গুনে নিচ্ছেন। একথা মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে। তবে অভিযুক্ত মা’কে ধরতে এতদিন সময় নেওয়া হলো কেন, তা এখনো অস্পষ্ট।
চীং মা এর সাথে অপর যে আত্মীয় জড়িত তার বয় ৮৫ বছর। তিনি সাংহাইতে জন্ম নিয়েছেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।
এলএবাংলাটাইমস/এনএইচ