যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে দাবি করছেন কামালা হ্যারিস। তিনি চলতি বছরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিংমেট হিসেবে রয়েছেন। শুরুতেই অনুমান করা যাচ্ছে নির্বাচনে কামালা’র কাজ কী হবে। তিনি ট্রাম্প-পেন্স জুটিকে নির্দয়ভাবে প্রশ্নের মুখে ফেলবেন।
পার্টি কনভেনশনে ভাষণে কামাল হ্যারিস প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সবসময় মার্কিনিদের সত্যটা জানাবেন। জাতির ট্রাম্প ব্যর্থ নেতৃত্ব বলেও আঙুল তুলেছেন তিনি। কামাল বলেন, আমেরিকা এখন মুদ্রাস্ফীতির দ্বারপ্রান্তে।
ট্রাম্পের কারণে সব রকমের ব্যর্থতা জাতিকে শূন্যে ভাসিয়ে নিচ্ছে বলে আশঙ্কা কামালার। তিনি জানান, প্রেসিডেন্টের অদক্ষতায় আমরা সবাই ভীত। আমরা একা হয়ে গেছি।
কামালা হ্যারিস মন্তব্য করেন, আমরা ভালো কিছু করতে পারি। অনেক ভালো কিছুই আমাদের পাওনা রয়েছে। আমরা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারি যিনি ভিন্ন কিছু করবেন। ভালো কিছু করবেন।
সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস মার্কিনিদের আশার বাণী শুনাচ্ছেন, তারা পরিবর্তন আনবেন। দেশের ভঙ্গুর অর্থনীতি ও জাতিগত বৈষম্য নিরসনে চেষ্টা করবেন। চার দিনব্যাপী ডেমোক্র্যাট কনভেনশনের শেষদিনে জো বাইডেন বৃহস্পতিবারে ভাষণ দিবেন।
এলএবাংলাটাইমস/এনএইচ
পার্টি কনভেনশনে ভাষণে কামাল হ্যারিস প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সবসময় মার্কিনিদের সত্যটা জানাবেন। জাতির ট্রাম্প ব্যর্থ নেতৃত্ব বলেও আঙুল তুলেছেন তিনি। কামাল বলেন, আমেরিকা এখন মুদ্রাস্ফীতির দ্বারপ্রান্তে।
ট্রাম্পের কারণে সব রকমের ব্যর্থতা জাতিকে শূন্যে ভাসিয়ে নিচ্ছে বলে আশঙ্কা কামালার। তিনি জানান, প্রেসিডেন্টের অদক্ষতায় আমরা সবাই ভীত। আমরা একা হয়ে গেছি।
কামালা হ্যারিস মন্তব্য করেন, আমরা ভালো কিছু করতে পারি। অনেক ভালো কিছুই আমাদের পাওনা রয়েছে। আমরা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারি যিনি ভিন্ন কিছু করবেন। ভালো কিছু করবেন।
সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস মার্কিনিদের আশার বাণী শুনাচ্ছেন, তারা পরিবর্তন আনবেন। দেশের ভঙ্গুর অর্থনীতি ও জাতিগত বৈষম্য নিরসনে চেষ্টা করবেন। চার দিনব্যাপী ডেমোক্র্যাট কনভেনশনের শেষদিনে জো বাইডেন বৃহস্পতিবারে ভাষণ দিবেন।
এলএবাংলাটাইমস/এনএইচ