নিউইয়র্ক

১১টি অঙ্গরাজ্যে দেয়া হবে ৩শ’ ডলার বেকারভাতা

যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে বেকার হয়ে যাওয়া কর্মীরা খুব দ্রুতই সপ্তাহে ৩শ’ ডলার করে বেকারভাতা পেতে যাচ্ছেন।


ফেডারেল সরকার আরিজোনা, কলোরাডো, ইডাহো, আইওয়া, লুইসিয়ানা, ম্যারিল্যান্ড, মিসৌরি, মন্টানা, নিউ মেক্সিকো, ওকলাহামা ও ইউটাহ- এই এগারোটি রাজ্যে চাকরি হারানো কর্মীদের সপ্তাহে ৩০০ডলার করে ভাতা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই কার্যক্রম দেখভাল করা প্রতিষ্ঠান ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফএফএমএ) এ তথ্য জানায়। 

কংগ্রেসের দ্বরা সপ্তাহে ৬শ ডলার সহায়তা দেবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩শ’ ডলার ভাতা দেবার এই বিশেষ সিদ্ধান্তে সাক্ষর করেন। 

তবে এখনো অনেক অঙ্গরাজ্যেই এই ৩শ’ ডলার ভাতা দেবার সিদ্ধান্ত পাস হয়নি। এর মধ্যে সাউথ ডাকোটা ভাতার জন্য আবেদনই করেনি। আলাস্কার কর্মকর্তাদের বুধবার আবেদন করার কথা রয়েছে। 

এই সপ্তাহের মধ্যেই বরাদ্দকৃত ভাতা বিতরণের কথা রয়েছে। অঙ্গরাজ্যগুলো থেকে ফেডারেল গ্র্যান্ট অনুমোদন ও স্বাক্ষরিত হওয়ার একদিনের মধ্যেই বিতরণের জন্য অঙ্গরাজ্যকে অর্থ প্রদান করা হবে। 

আরিজোনা, কলোরাডো, আইওয়া, লুইসিয়ানা, মিসৌরি, নিউ মেক্সিকো ও ইউটাহ এরই মধ্যে অনুমোদন পেয়ে গেছে বলে জানায় এফএফএমএ।

আরিজোনা ডিপার্টমেন্ট অব ইকোনমিক সিকিউরিটির মুখপাত্র ব্রেট বেজিও জানান, তারা সোমবার থেকে বেকার মধ্যে ৩শ’ ডলার করে ভাতা বিতরণ শুরু করেছেন।

তবে অনুমোদন পেলেও অঙ্গরাজ্যের প্রশাসনিক কাজ ও পরিকল্পনার কারণে অর্থ বিতরণে কিছুটা দেরি হতে পারে। যেমন নিউ মেক্সিকো তাদের সিস্টেম হালনাগাদ করতে যে সময় লাগবে তাতে বিতরণ শুরু করতে আরও দুই সপ্তাহ দেরি হতে পারে। 






এলএ বাংলা টাইমস/এমকে