নিউইয়র্ক

জালিয়াতি ঠেকাতে ভোট কেন্দ্রে আইন প্রয়োগকারী সদস্য পাঠানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি ও নজরদারির লক্ষ্যে ভোট কেন্দ্রে আইন প্রয়োগকারী সদস্য পাঠাবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


 বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আমরা ভোট কেন্দ্রে শেরিফ পাঠাবো। সম্ভৱত, এটর্নি এবং এটর্নি জেনারেলকে ভোট কেন্দ্রে পাঠানো হবে। 

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী দল ইতোমধ্যেই ভোট কেন্দ্রে তদারকির জন্য লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছে।

এই নজরদারি কর্মসূচির বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেটিক দল। ভোটার অধিকার সংগঠন গুলোর অভিযোগ, কতগুলি শীর্ষ নির্ধারণী রাজ্যে ভোট প্রক্রিয়া দমিয়ে দিতে রিপাবলিকানরা এখন তৎপরI

কোন প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে চলেছেন যে, ভোটার জালিয়াতি নভেম্বরের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে। তবে ভোটকেন্দ্রে আইন প্রয়োগকারী বাহিনী পাঠানোর ক্ষমতা তার আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। 







এলএ বাংলা টাইমস/এমকে