নিউইয়র্ক

ট্রাম্পের বিজ্ঞাপনে মোদি, ভারতীয় ভোটারদের টানতে নতুন কৌশল

ভারতীয় আমেরিকান ভোটারদের সমর্থন পেতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কৌশল নিয়েছেন। শনিবার প্রচারিত এ বিজ্ঞাপনে ট্রাম্পের ভারত সফরে ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাসূচক বক্তব্য ও ট্রাম্পের ভাষণের ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে।


টুইটারে বিজ্ঞাপনটি প্রকাশ করে ট্রাম্প ভিক্টরি ফিন্যান্স কমিটির প্রধান কিম্বারলি বলেন, “ভারতের সঙ্গে আমাদের রয়েছে গভীর সম্পর্ক এবং আমরা ভারতীয় আমেরিকানদের ব্যাপক সমর্থন পাচ্ছি।”

আমেরিকায় বসবাসরত ২০ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভোটারের কাছে টানতে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশের প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ৬৬ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী পোস্টটি দেখেছেন। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন, তার নির্বাচনী জুটি হিসাবে ক্যালিফোর্নিয়ার সেনেটর, কামালা হারিসকে বেছে নিলে ভারতীয়দের পক্ষ থেকে কামালাকে ব্যাপক স্বাগত জানানো হয়। 

ডেমোক্র্যাটকদের এই কৌশলের বিপক্ষেই ভারতীর ভোটারদের সমর্থন পেতে মোদিকে নিয়ে এই বিজ্ঞাপন প্রকাশ করলো রিপাবলিকান শিবির। তবে শেষমেষ কোন পক্ষের কৌশল কাজে লাগে তা দেখতে অপেক্ষা করতে হবে নভেম্বরের নির্বাচন পর্যন্ত। 







এলএ বাংলা টাইমস/এমকে