নিউইয়র্ক

ক্লাস শুরুর আগেই বহিষ্কার ২২৮ শিক্ষার্থী

ক্লাস শুরুর আগেই স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগে ওহাইও স্টেট ইউনিভার্সিটির ২২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

ইউনিভার্সিটি মুখপাত্র বেঞ্জামিন জনসন জানান, ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট কর্তৃপক্ষ ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের 'অফ ক্যাম্পাস মনিটরিং' প্রোগ্রাম চালু করেছে। সেটার রিপোর্টের ভিত্তিতেই স্বাস্থ্যবিধি না মানার কারণে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। 

এর আগে অফিস অব স্টুডেন্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বার্তার মাধ্যমে স্বাস্থ্যবিধি ও করোনা চলাকালীন সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। সেখানে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং দশ জনের বেশি একত্রিত হওয়া যাবে না। 

তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব স্টুডেন্ট অর্গানাইজেশন বেশি শিক্ষার্থীর সমাগম ঘটাবে, তাদেরকে বহিষ্কার ও ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। 

এলএবাংলাটাইমস/ওএম