নিউইয়র্ক

ট্রাম্প অনুসারী ও ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, একজনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেটের পোর্টল্যান্ড এ ট্রাম্প সমর্থক ও 'ব্ল্যাক লাইভস ম্যাটার' এক্টিভিস্টদের সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ 

শনিবার (২৯ আগস্ট) ট্রাম্প সমর্থক ও ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যায়। 

পুলিশ জানায়, গুলিতে মৃত ব্যক্তি একজন শ্বেতাঙ্গ। তবে সংঘর্ষের সঙ্গে এই ঘটনা জড়িত কি না, সেটি এখনো নিশ্চিত নয়। 

পুলিশ আরো জানায়, সাউথইস্ট থার্ড এভিনিউ এ ওরেগন পুলিশ গুলির শব্দ শুনতে পায়। ঘটনাস্থলে যেয়ে বুকে গুলবিদ্ধ অবস্থায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে৷ প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়েই তার মৃত্যু হয়। 

ওরেগন রাজ্যের স্থানীয় কিছু গণমাধ্যম সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির পাশে 'ক্যামোফ্লেজ গিয়ার' পরে থাকতে দেখা গেছে, যেটি মূলত পুলিশ সমর্থকরা ব্যবহার করেন। 

প্রসঙ্গত, ২৫ মে জর্জ ফ্লয়েড এর মৃত্যুর ঘটনার পর থেকেই পোর্টল্যান্ড এ ব্ল্যাক লাইভস ম্যাটার এর সমর্থনে আন্দোলন ও বিক্ষোভ চলছে। পুলিশের বর্ণবৈষম্যমূলক আচরণ ও পুলিশের ভায়োলেন্স এর বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোর্টল্যান্ড। 


এলএবাংলাটাইমস/ওএম