নিউইয়র্ক

লুইসিয়ানায় হারিকেন লরার ছোবল, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে এক মাস

চলতি সপ্তাহে প্রচণ্ড বাতাস ও ঝড় সহযোগে লুইসিয়ানায় ছোবল দিয়েছে হারিকেন লরা। বিপর্যস্ত হয়ে পড়েছে অধিকাংশ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। 

রাজ্যটির পাওয়ার আউটেজ সূত্র জানিয়েছে, লুইসিয়ানার একটি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের এক মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হতে পারে। 

এরমধ্যে শনিবার লুইসিয়ানার প্রায় পাঁচ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। অধিকাংশ অঞ্চলেই এখনো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। 

এদিকে, হারিকেনের পর লুইসিয়ানা অঞ্চলে বাড়তে শুরু করেছে তাপমাত্রা৷ মেটেরোলজিস্ট টাইলার মাউলদিনি জানান, লুইসিয়ানার বর্তমান তাপমাত্রা ৯০ ডিগ্রী ফারেনহাইট হলেও সেটি অনুভূত হচ্ছে প্রায় ১১০ ডিগ্রী ফারেনহাইট এর মতো। 

হারিকেন লরার ছোবলে এখন পর্যন্ত ১৪ জনের প্রানহানির ঘটনা ঘটেছে৷ ইতোমধ্যে লুইসিয়ানা সফর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত পুনর্বাসন প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। 


এলএবাংলাটাইমস/ওএম