নিউইয়র্ক

জাকারবার্গকে হটিয়ে বিশ্বের তৃতীয় ধনী এখন ইলন মাস্ক

বিশ্বের তৃতীয় ধনী এখন টেসলা, স্পেসএক্স, দ্যা বোরিং কোম্পানি এবং ওপেনআই  প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় প্রথমে আছেন জেফ বেজোস, দ্বিতীয়স্থানে আছেন বিল গেটস।

ফেইসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পিছনে ফেলে মাস্ক তৃতীয় ধনীর তালিকায় উঠে এসেছেন।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুসারে, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে পিছনে ফেলেছেন মাস্ক। ওই দিন  জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। আর টেসলার শেয়ারের দাম ১২ শতাংশ বাড়ায় ইলন মাস্ক তাকে পিছনে ফেলে ১১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে।

চলতি বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। শেয়ারের দাম বাড়ায় মাস্কের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৮৭ দশমিক ‌৮ বিলিয়ন ডলার।

গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে 'সেন্টি বিলিওনেয়ার' ক্লাবে যোগ দিয়েছিলেন ইলন মাস্ক। এক সপ্তাহ পরেই জাকারবার্গকে টপকে গেলেন তিনি।

জেফ বেজোস এখনো সবচেয়ে বেশি সম্পদ নিযে শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। তার পরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।


এলএবাংলাটাইমস/ওএম