নিউইয়র্ক

ইউরোপে সমাহিত যুক্তরাষ্ট্রের সেনাদের ‘তুচ্ছ’ ও ‘অভাগা’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সেনাদের ‘তুচ্ছ’ ও ‘অভাগা’ আখ্যায়িত করেছিলেন।


যুক্তরাষ্ট্রে লাইফশটাইল ম্যাগাজিন দ্য আটলান্টিকে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ফ্রান্স সফরে ট্রাম্প সেনাদের সমাধিও দেখতে যান নি কারণ তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ বলে ভাবেন নি। 

পত্রিকাটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিসের কাছে সমাহিত সেনাদের 'অভাগা' বলে সম্বোধন করেছিলেন। ট্রাম্প সমাধিস্থলে যেতে তিনি অস্বীকৃতি জানান কারণ তার উদ্বেগ ছিল বৃষ্টিতে চুল এলোমেলো হয়ে যেতে পারে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে মিথ্যা বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড়ানো সম্ভব ছিল না এবং সড়কপথে এতটা পথ যেতে গোয়েন্দা সদস্যরা তাকে বারণ করেছিলেন।

এদিকে আমেরিকান সেনাদের নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। 

তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করেন বলেন, “আমরা যা বিশ্বাস করি এটা তাই প্রমাণ করে- ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ হবার যোগ্যতা রাখেন না।”


এছাড়াও ডেমোক্র্যাটিক প্রাইমারি পদপ্রার্থী ও ভেরমন্টের সাবেক সিনেটর বার্নি স্যান্ডার্স, প্রগতিশীল সংস্থা ভোটভেটস, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সাবেক সেনা পল রিকঅফসহ অনেকেই ট্রাম্পের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।   







এলএ বাংলা টাইমস/এমকে