নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নেমে এসেছে ১০ শতাংশেরও নিচে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ব্যাপক সংখ্যক চাকরিজীবীকে তাদের কাজ থেকে ছাঁটাই করা হয়েছিল। তবে গত কয়েক মাস ধরে এই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে থাকে। সর্বশেষ গত সপ্তাহে বেকারত্বের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। 


বাসা থেকে কাজ করার আদেশের পর গত এপ্রিলে এই বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ১৪.৭ শতাংশে। তবে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ১৪ লাখ কর্মীকে চাকরিতে নতুন করে নিয়োগ করায় বেকারত্বের হার নেমে ১০ শতাংশে পৌঁছেছে।

মহামারীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার অন্ত্যন্ত খারাপ গেলেও গত কয়েক মাসে তা ক্রমে কিছুটা দৃঢ় অবস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে দেশটির শেয়ার বাজারের সূচকেও দেখা যাচ্ছে রেকর্ড পরিমাণ অগ্রগতি।

তবে এখনো বেকারত্বের হার ফেব্রুয়ারির তুলনায় অর্থাৎ মহামারী ছড়ানোর আগের অবস্থার চেয়ে বেশ খারাপ অবস্থায় রয়েছে। এছাড়া শ্রমবাজারের বর্তমান এই উন্নতিও স্থায়ী হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। 

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেটেড হারমেসের সিনিয়র অর্থনীতি উপদেষ্টা নিল উইলিয়ামস বলেন, “ধীরে ধীরে চাকরির সংস্থান ফিরে এলেও চাকরি হারানো ১২ মিলিয়ন কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে আনতে আরও অন্তত নয় মাস সময় লাগবে।”  

তবে ধীর গতিতে হলেও কাজের সংস্থান তৈরি হওয়াকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক ব্যাপার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।    






এলএ বাংলা টাইমস/এমকে