যুক্তরাষ্ট্রের বার্মিংহামে এক আততায়ীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বার্মিংহাম সিটিতে একজন আততায়ী দুই ঘন্টার ব্যবধানে সাতজনকে ছুরিকাঘাত করে। বার্মিংহামের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে এক ব্যক্তি পথচারীদের ছুরিকাঘাত করতে থাকে। লিভারি স্ট্রিট, ইরভিং স্ট্রিট ও হার্স্ট স্ট্রিটে সাতজনকে ছুরিকাঘাত করে এক আততায়ী। এরমধ্যে একজন মারা গেছে, দুইজনের অবস্থা আশংকাজনক। বাকিদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত।
পুলিশ জানায়, ঘটনাটিকে প্রাথমিকভাবে গ্যাং সম্পর্কিত বিষয় কিংবা সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। আর এ ঘটনার পিছনে 'হেইট ক্রাইম' আছে কি না, সেটার প্রমাণও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আহত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে পথচারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে এক নারী ও এক পুরুষের অবস্থা আশংকাজনক।
পুলিশ বলছে, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির সংখ্যা একজন। পুলিশ অভিযুক্তকে ধরতে সিসিটিভি ফুটেজ কিংবা ভিডিও খুঁজছে।
এলএবাংলাটাইমস/ওএম
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বার্মিংহাম সিটিতে একজন আততায়ী দুই ঘন্টার ব্যবধানে সাতজনকে ছুরিকাঘাত করে। বার্মিংহামের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে এক ব্যক্তি পথচারীদের ছুরিকাঘাত করতে থাকে। লিভারি স্ট্রিট, ইরভিং স্ট্রিট ও হার্স্ট স্ট্রিটে সাতজনকে ছুরিকাঘাত করে এক আততায়ী। এরমধ্যে একজন মারা গেছে, দুইজনের অবস্থা আশংকাজনক। বাকিদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত।
পুলিশ জানায়, ঘটনাটিকে প্রাথমিকভাবে গ্যাং সম্পর্কিত বিষয় কিংবা সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। আর এ ঘটনার পিছনে 'হেইট ক্রাইম' আছে কি না, সেটার প্রমাণও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আহত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে পথচারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে এক নারী ও এক পুরুষের অবস্থা আশংকাজনক।
পুলিশ বলছে, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির সংখ্যা একজন। পুলিশ অভিযুক্তকে ধরতে সিসিটিভি ফুটেজ কিংবা ভিডিও খুঁজছে।
এলএবাংলাটাইমস/ওএম