নিউইয়র্ক

জঙ্গি হামলায় মার্কিন সেনা আহত

জঙ্গি সংগঠন হরকাত আল শাবাব মুজাহিদিনের ( আল-শাবাব) হামলায় আহত হয়েছেন সোমালিয়ায় দায়িত্বরত এক মার্কিন সেনা। 

সোমবার (৭ সেপ্টেম্বর)  আল শাবাব ইউএস ও সোমালিয়ার সম্মিলিত মিলিটারি ফোর্সের উপর হামলা করলে এক মার্কিন সেনা আহত হয় বলে গণমাধ্যমে জানান ইউএস-আফ্রিকা কমান্ডার কর্ণেল ক্রিস কার্নস। 

 কর্ণেল ক্রিস কার্নস জানান, আল-শাবাবের জঙ্গিরা ইউএস-সোমালিয়া ফোর্সের উপর মর্টার ফায়ার এবং গাড়িবোমা হামলা করে। এ সময় এক মার্কিন সেনা আহত হয়। আহত সেনা সদস্যকে চিকিৎসার পর অবস্থা স্থিতীশীল রয়েছে। আর এই সংঘর্ষে আল-শাবাবের এক সদস্যও মারা গেছে।

তিনি আরো বলেন, সোমালিয়ায় শান্তি ফিরিয়ে আনতে ও জঙ্গি নির্মূল করতে অনেক বছর থেকেই সোমালিয়ান মিলিটারির সাথে ইউএস মিলিটারি যৌথভাবে কাজ করছে। এর ফলে সোমালিয়ায় আল-শাবাবের দৌরাত্ম্য অনেক কমে গেছে। 

কর্ণেল ক্রিস কার্নস বলেন, আল-শাবাব একটি ভয়ংকর জঙ্গি গোষ্ঠী। আল-কায়েদার সাথে এদের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই প্রায়ই মার্কিন সেনাদের লক্ষ্য করে আল-শাবাব হামলা চালিয়ে আসছে। এসব জঙ্গিদের কঠিনভাবে নির্মূল করা হবে। 

এলএবাংলাটাইমস/ওএম