নিউইয়র্ক

ভ্যাকসিন বিষয়ে সুর পাল্টেছেন কামালা হ্যারিস

করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে সুর পাল্টেছেন ডেমোক্রেটিক দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে কামালা হ্যারিস জানিয়েছেন, করোনাভাইরাসেরভ্যাকসিন আবিষ্কার হলে সেটিকে যদি দেশটির 'হেলথ প্রফেশনালস এবং বিজ্ঞানীরা' ব্যবহারযোগ্য হিসেবে স্বীকৃতি দেন, তবে ভ্যাকসিন নিতে তাঁর কোনো আপত্তি থাকবে না। 

এর আগে ৫ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে কামলা হ্যারিস বলেছিলেন, আসন্ন নির্বাচনের আগে যদি করোনার ভ্যাকসিন বের হয়, তবে তিনি সেটি ব্যবহার করবেন না। 

এর কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য ট্রাম্প প্রশাসন ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষকে দ্রুত করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে চাপ প্রয়োগ করছে। এর ফলে ভ্যাকসিনটি কতোটা মানসম্পন্ন হবে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। 

কামালা হ্যারিস আরো বলেছিলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে ট্রাম্পের কোনো কথা বিশ্বাসযোগ্য নয়। ট্রাম্প নির্বাচনে জেতার জন্য যেকোনো কিছু আঁকড়ে ধরতে চাইছে। 

তবে এই বিবৃতি দেওয়ার তিনদিন পরেই  ভ্যাকসিন বিষয়ে আরো নমনীয় অবস্থানে এসেছেন হ্যারিস। 

ট্রাম্প প্রসাশনের আমলে তৈরি ভ্যাকসিন বিষয়ে অনাস্থা প্রকাশ করে দেওয়া বিবৃতির পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টি কামলা হ্যারিসের সমালোচনা করেন। 


এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রার্থী ও হ্যারিসের রানিংমেট জো বাইডেনকে ভ্যাকসিন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিনি ভ্যাকসিন পেলে সেটি আগামীকালই ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন। 

এলএবাংলাটাইমস/ওএম