নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে হ্যাকাররা: মাইক্রোসফট

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকাররা হস্তক্ষেপ করতে চাইছে বলে সতর্ক করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাইক্রোসফট তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক পোস্টের মাধ্যমে জানায়, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকাররা নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। 

মাইক্রোসফট তাদের পোস্টে জানায়, 'এটা স্পষ্ট যে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হ্যাকিং গ্রুপগুলো হস্তক্ষেপ করতে চাইছে। বিশেষ করে রাশিয়ান হ্যাকার গ্রুপ এই ব্যাপারে খুবই সক্রিয় রয়েছে'। 

মাইক্রোসফট জানায়, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার যেই হ্যাকার গ্রুপটি হস্তক্ষেপ করেছিলো, তারা ইতোমধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও কনসালটেন্টদের কাছ থেকে নির্বাচন বিষয়ে তথ্য চুরি করতে চাইছে। পাশাপাশি হ্যাকাররা তথ্য চুরি করতে আগের প্যাটার্ন পরিবর্তন করেছে। 

মাইক্রোসফট দাবি করছে, চীনের হ্যাকাররা ইতোমধ্যে জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় সাইবার হামলা চালিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সাথে সম্পৃক্ত অন্তত একজনের তথ্য হ্যাক করার চেষ্টা করেছে। 

অপরদিকে ইরানের হ্যাকাররা মে এবং জুন মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসনের অফিশিয়াল এবং ক্যাম্পেইন স্টাফদের একাউন্টে লগইন করার চেষ্টা চালিয়েছে। 

এদিকে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত রাশিয়ান মিলিটারির হ্যাকিং গ্রুপ 'ফেন্সি বিয়ার' ইতোমধ্যে ২০০টি প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। 

 এলএবাংলাটাইমস/ওএম