নিউইয়র্ক

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা বর্ধিত করেছে নেভাদা

মেয়াদোত্তীর্ণ কিংবা শীঘ্রই মেয়াদ শেষ হবে এমন ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ড এর মেয়াদ উত্তীর্ণের সময়সীমা বর্ধিত করেছে নেভাদা ডিপার্টমেন্ট অব মোটর ভ্যাহিকেল (ডিএমভি)। চলমান করোনাভাইরাস সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

নেভাদার গভর্নর স্টিভ সিসোলা অবানিজ্যিক ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টিটিফিকেশন কার্ড, অবানিজ্যিক কনস্ট্রাকশান পারমিট ও ড্রাইভার অথোরাইজেশন কার্ড এর ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর নির্দেশনা দেন। 

নতুন নির্দেশনা অনুসারে, যেসব বাসিন্দার ২০২০ সালের মার্চ বা এর পরে অবানিজ্যিক ড্রাইভিং লাইসেন্স,  আইডেন্টিটিফিকেশন কার্ড, অবানিজ্যিক কনস্ট্রাকশান পারমিট ও ড্রাইভার অথোরাইজেশন কার্ড এর মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য মেয়াদ উত্তীর্ণের সময়সীমা আরো ৬০ দিন বর্ধিত করা হয়েছে। ফলে সেপ্টেম্বর ১৪ থেকে নভেম্বর ১২ পর্যন্ত এসব লাইসেন্স ও কার্ড এর সময়সীমা বাড়ানোর বাধ্যবাধকতা রইলো না। 

কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাস থেকে অনলাইনে লাইসেন্স ও কার্ডের জন্য আবেদন করা যাবে। ইতোমধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এই বছরের ডিসেম্বর পর্যন্ত নেভাদার প্রায় ৭৫,০০০ বাসিন্দা নিবন্ধিত হতে পারে৷ আগামী বছর কমপক্ষে এক লাখ বাসিন্দাকে অনলাইন নিবন্ধনের আওতায় আনা যাবে৷ 

ড্রাইভিং লাইসেন্স ও কার্ডের মেয়াদ শেষ হলেও পাবলিক স্ট্রিটে চলাচলের জন্য 'মুভমেন্ট পারমিট' কিংবা পূর্ণ রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে। কোনোরকম পূর্ব নিবন্ধন ছাড়াই ডিএমভির অফিসে যেয়ে মুভমেন্ট পারমিট নেওয়া যাবে। আর পূর্ণ রেজিস্ট্রেশন করতে অনলাইনে নিবন্ধন করলেই চলবে। 

নেভাদায় ইতোমধ্যে দুই লাখ মোটরচালিত যানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ৫০ শতাংশ দাপ্তরিক অফিস বন্ধ থাকায় এসব যানের নিবন্ধন প্রক্রিয়া ধীর হয়ে আছে। তবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে নেভাদার নতুন বাসিন্দার জন্য রবিবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত দাপ্তরিক অফিস খোলা রাখা হবে৷ তবে এরপরেও যারা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবে, তারা পেপার এপ্লিকেশনের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারবে। 

এলএবাংলাটাইমস/ওএম