নিউইয়র্ক

ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা আটক

ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল পরিশোধন কেন্দ্র অঞ্চল থেকে এক মার্কিন গোয়েন্দাকে আটক করেছে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড। 

রবিবার (১৩ আগস্ট) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করেন। 

নিকোলাস মাদুরো স্থানীয় গণমাধ্যমে জানান, জন হিথ ম্যাথিউ নামের ইউএস এর প্রাক্তন এক মেরিন সদস্যকে আটক করেছে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড। দেশটির তেল পরিশোধন কেন্দ্রে গোয়েন্দাবৃত্তির দায়ে তাকে ফ্যালকন আর জুলিয়া স্টেটের মাঝামাঝি অঞ্চ থেকে আটক করা হয়। এর সময় তার সাথে আরো দুই স্থানীয় বাসিন্দা ছিলো। 

স্থানীয় এক গণমাধ্যম সূত্র জানায়, আটক প্রাক্তন ইউএস মেরিনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। এর আগে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলো এই মার্কিনী চর। 

তবে এই বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। এছাড়াও ভেনেজুয়েলার ইনফরমেশন মিনিস্ট্রিও এই বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। 

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান, আটক ইউএস গোয়েন্দার কাছ থেকে স্পেশালাইজড অস্ত্র ও মোটা অংকের ডলার উদ্ধার করা হয়েছে। আটক ইউএস নাগরিক যে একজন মার্কিনি চর, এই বিষয়ে অকাট্য ছবি ও দলিল রয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট৷ 

এর আগে, ভেনেজুয়েলার সর্ববৃহৎ দুইটি তেল পরিশোধন কেন্দ্রে বিভ্রাট দেখা দিলে সমালোচনার মুখে পড়ে দেশটির সরকার। এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন, এসব গোলাযোগের জন্য ইউএস গোয়েন্দারাই দায়ী। 


এলএবাংলাটাইমস/ওএম