নিউইয়র্ক

স্যালির পর যুক্তরাষ্ট্রে এবার ধেয়ে আসছে হারিকেন 'টেডি'

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এখনো সামলে উঠতে পারেনি হারিকেন ল্যাসির তাণ্ডব। ফ্লোরিডাসহ  উপকূলের বেশ কিছু অঞ্চলে ল্যাসির প্রভাবে দেখা দিয়েছে বন্যা। এরইমধ্যে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এবার উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন টেডি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্র জানিয়েছে, টেডি সবেমাত্র এক মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। হারিকেন টেডি বর্তমানে লেজার এন্টিলিসের ৮৫০ মাইল পূর্বে অবস্থান করছে। হারিকেনটির কেন্দ্রে ১৭৫ মাইল বেগে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে, আর কেন্দ্র থেকে বাইরের দিকে এর ঘূর্ণনের গতি ঘণ্টায় ২৫ মাইল। খুব শীঘ্রই হারিকেনটি চার মাত্রার হারিকেনে পরিণত হতে পারে। 

এদিকে, হারিকেন স্যালির প্রভাবে হওয়া ভারী বৃষ্টিপাতে ফ্লোরিডা ও পেনসাকোলার কিছু অঞ্চল পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও উপকূলের বিভিন্নস্থানে ১৮ ইঞ্চি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

এছাড়াও হারিকেন স্যালির কারণে ৫ লাখ আবাসিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। এখনো কিছু এলাকার বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

এলএবাংলাটাইমস /ওএম