নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে শুরু আগাম ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। শুক্রবার থেকে চারটি অঙ্গরাজ্যে এ ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যগুলো হলো, মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে।


যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার ভোট শুরু হওয়ার পর ভার্জিনিয়া ও মিনেসোটাতে দীর্ঘ লাইন দেখা গেছে। করোনাভাইরাসের মহামারী উপেক্ষা করেই ভোট দিতে আসেন ভোটাররা।

মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।
 এই নির্বাচনী প্রচারে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের চুক্তিকে কাজে লাগাচ্ছেন। এদিকে বিজ্ঞাপন তৈরি করে ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বাইডেন।

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভীড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০.২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। 

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোটকেন্দ্রের বাইরে তারা লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন।







এলএ বাংলা টাইমস/এমকে