নিউইয়র্ক

আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ দেবেন ট্রাম্প!

সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর পরপরই উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। ডেমোক্র্যাটরা দাবি করেছিলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পরই শুধুমাত্র গিন্সবার্গের শূন্যস্থানে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। 

কিন্তু ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এবং নতুন বিচারপতি হিসেবে একজন নারীকেই বেছে নেওয়া হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার ফয়েটেভিলের এক নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্প সমাবেশে বলেন, রুথ বডার গিন্সবার্গের নৈতিকতা ও নারীদের প্রতি উদারতার প্রতি শ্রদ্ধা রেখেই নতুন একজন নারী বিচারপতি আগামী সপ্তাহে নিয়োগ দেওয়া হবে। 

ট্রাম্প বলেন, 'সংবিধানের আর্টিকেল ২ এ স্পষ্ট উল্লেখ আছে যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা রয়েছে। এই বিষয়ে আর কি বলার থাকতে পারে?' 

ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, তিনি ৪৫ জন বিচারপতির একটি তালিকা তৈরি করেছিলেন। এরমধ্যে ইতোমধ্যে এখান থেকে কয়েকজনকে বাছাই করাও শেষ। 

ট্রাম্প হোয়াইট হাউজে এক বিবৃতিতে বলেন, 'আমাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানো উচিত। আর সেটির জন্য আমাদের দ্রুত খালি আসনটিতে দায়িত্বশীল কাউকে বসাতে হবে। আমি সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল এর বিবৃতির সাথে একমত। খুব দ্রুতই আমরা বিচারপতি নিয়োগ দিবো'।

এদিকে, হোয়াইট হাউজ সংশ্লিষ্ট গোপন এক সূত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আজীবন বিচারপতি হিসেবে রক্ষণশীল ঘরানার ফেডেরাল কোর্টের বিচারপতি এমি কোনে ব্যারেটকে নিয়োগ দিতে মনস্থির করেছেন। তবে মার্কিন সিনেটে ট্রাম্পের এই মনোনয়ন টিকবে কি না, এই বিষয়ে সন্দেহ রয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম