নিউইয়র্ক

গিন্সবার্গের পদে কোনো নারীকে নিয়োগ দিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের শূন্য পদে কোনো নারীকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


আগামী সপ্তাহেই এ মনোনয়ন চূড়ান্ত করবেন বলেও তিনি মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে আমি একজন বিচারপতি নিয়োগ দিচ্ছি। আমি মনে করি এ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া উচিত। সত্যিকার অর্থে পুরুষের চেয়ে আমি নারীদের বেশি পছন্দ করি।”

যুক্তরাষ্ট্রের আইনের আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে রুল জারির ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের মতাদর্শিক ভারসাম্য খুব জরুরি। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন।

ট্রাম্প তার শাসন মেয়াদে দুজন বিচারপতিকে নিয়োগ দিতে পেরেছেন। গিন্সবার্গের মৃত্যুর পর তৃতীয় বিচারপতিকে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কাজটি শেষ করতে চান। তবে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন চাইছেন নির্বাচনের আগে যেন বিচারপতি নিয়োগ না পান। 







এলএ বাংলা টাইমস/এমকে