নিউইয়র্ক

করোনা মোকাবেলায় নিজেকে 'এ প্লাস' দিলেন ট্রাম্প!

করোনাভাইরাসে বিপর্যস্ত রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। আর কিছুদিন পরেই মহামারি ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াবে দেশটিতে। করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ তীব্র সমালোচিত হয়েছে দেশ ও বহিঃবিশ্বে। 

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, করোনা মোকাবেলায় অত্যন্ত সফল ট্রাম্প প্রশাসন। এমনকি করোনা মোকাবেলায় 'সফলতার' জন্য 'এ প্লাস' দিয়েছেন নিজেকে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে মতবিনিময় কালে ট্রাম্প দাবি করেন, 'আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। ভ্যাকসিন আসুক বা নাই আসুক, করোনাভাইরাস নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে দেশটিতে'।

ট্রাম্প বলেন, বিপক্ষ দল আমাদের এই সফলতাকে সবসময় ঘৃণা করে এসেছে৷ তবে জনগণ এই বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে পারছে না, এর কারণ হলো আমাদের বিরুদ্ধে গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করছে'।

এর আগে, যুক্তরাষ্ট্রে যখন করোনা সংক্রমণ সবচেয়ে তীব্র ছিলো, ট্রাম্প তখন বলেছিলেন করোনা মোকাবেলায় নিজেকে দশে দশ দিবেন তিনি। এছাড়াও প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভ্যাকসিন আবিষ্কার হলে নিজেকে এ প্লাস দিবেন ট্রাম্প। 

এদিকে, ট্রাম্পের এই বিবৃতির পরই সমালোচনায় মুখর হয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাম্প মূলত একটি 'ফ্যান্টাসি'তে বসবাস করেন। সেখানে তিনিই সবচেয়ে বুদ্ধিমান, সুদর্শন, চতুর৷ প্রকৃতপক্ষে তিনি বাস্তববিবর্জিত কথা বলছেন। 

প্রসঙ্গত, এর আগে গণমাধ্যমে খবর এসেছিলো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই ট্রাম্প জানতেন মহামারির শঙ্কা রয়েছে৷ কিন্তু সঠিক সময়ে স্বাস্থ্যবিধি প্রণয়ন না করে বিভিন্ন সময় ভাইরাসটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। 



এলএবাংলাটাইমস/ওএম