নিউইয়র্ক

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে জরুরি অবতরণ করার চেষ্টা করছিল বিমানটি।


রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে দুই নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়।

বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল তা এখনো জানা যায়নি। তবে এটি এক ইঞ্জিন বিশিষ্ট পাইপার মালিবু মেরিডিয়ান ধরণের বিমান। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল।

ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড তাদের টুইটা জানায়, দুর্ঘটনার কারণ তারা অনুসন্ধান করে দেখছে।এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরো একটি বিমান দুর্ঘটনা ঘটে। মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের।

সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।








এলএ বাংলা টাইমস/এমকে