নিউইয়র্ক

নির্বাচনের আগেই বিচারপতি নিয়োগের ভোট হবে সিনেটে: মিচ ম্যাককনেল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের জন্য সিনেটে ভোটাভুটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। 

মিচ ম্যাককনেল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, সিনেটের রিপাবলিকানদের সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থীকে নির্বাচনের আগেই ভোট দিতে সম্মত রয়েছে। 

এদিকে, এখন পর্যন্ত কোনো মনোনয়ন চূড়ান্তই করেননি ট্রাম্প। কিন্তু সুপ্রিম কোর্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নির্বাচনের আগেই যে কাউকে নিয়োগ দেওয়া হবে, মিচ ম্যাককনেলের বিবৃতির পর সেটি প্রায় নিশ্চিত। 

এর আগে, রিপাবলিকান পার্টির চারজন সিনেটর জানিয়েছিলেন নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের ভোটাভুটি হলে তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিবেন। এরমধ্যে দুইজন পরবর্তীতে মত পাল্টালেও এখনো দুইজন রিপাবলিকান ডেমোক্র‍্যাটদের সাথে গলা মিলিয়েই কথা বলছেন। মেইন এর সিনেটর সুসান কলিন ও আলাস্কার সিনেটর লিসা মুরকোওয়াস্কি নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের ব্যাপারে সম্মত হোননি। 

এদিকে সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রুথ বডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত নতুন কাউকে খুব দ্রুতই নিয়োগ দেওয়া হতে পারে। এই অনুযায়ী কমিটি কাজ করে যাচ্ছে। 

মিচ ম্যাককনেল যদিও কবে নাগাদ সিনেটে ভোট হবে সেটি উল্লেখ করেননি, তবে লিন্ডসে গ্রাহামের বিবৃতি অনুসারে আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ হতে পারে। 

নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারেন রক্ষণশীল ধর্মীয় ঘরানার বিচারক এমি কোনি ব্যারেট, এমনটাই জানাচ্ছে হোয়াইট হাউজের একাধিক সূত্র। এমি কোনি ব্যারেট ক্যাথলিক খ্রিষ্টান হওয়ায় রক্ষণশীল ধার্মিকদের মধ্যে তিনি বেশ সুপরিচিত। 

এমি কোনি ব্যারেটকে যদি ট্রাম্প মনোনয়ন দেন ও সিনেটে যদি এটি পাশ হয়, তবে সুপ্রিম কোর্টে রিপাবলিকান ঘরানার বিচারপতি হবেন ছয় জন, আর ডেমোক্রেটিক ঘরানার বিচারপতি বর্তমানে রয়েছেন তিনজন। 


এলএবাংলাটাইমস/ওএম