নিউইয়র্ক

বাইডেন জিতলেও ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র ৪১ দিন পরে। ইতোমধ্যে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে গেছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে। শুরু হয়ে গেছে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন এর বাকযুদ্ধ। 

এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জো বাইডেন নির্বাচনে জিতলে শান্তিপূর্ণভাবে ডেমোক্রেটিকদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে কি না, এই বিষয়ে 'নিশ্চয়তা' দিতে পারবেন না তিনি। 

ট্রাম্প দাবি করেন, মেইল-ইন ব্যালট মোটেও নির্ভরযোগ্য কোনো ভোট গ্রহণ পদ্ধতি নয়। তাই নির্বাচনে হেরে গেলেও তিনি এই ফলাফল সহজেই গ্রহণ করবেন না। 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখা যাবে৷ কিন্তু আমি বরাবরই মেইল-ইন ব্যালটের বিরুদ্ধে। ফলাফল অন্যরকম হলে কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে না। প্রশাসন অব্যাহত থাকবে'।

আর এই সাক্ষাৎকারের পরই আসন্ন নির্বাচনের ফলাফল ও প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের নির্বাচনে সহিংসা ভূমিকা রাখতে উস্কে দিচ্ছেন। নির্বাচনের ফলাফল  ডেমোক্রেটিকদের পক্ষে গেলে রিপাবলিকানদের ভূমিকা কি হওয়া উচিত, সেটিই ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থক ও রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


এলএবাংলাটাইমস/ওএম