নিউইয়র্ক

গিন্সবার্গের শেষকৃত্যে ট্রাম্প, দুয়োধ্বনি দিলো ডেমোক্রেটরা

সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারপতি রুথ বডার গিন্সবার্গের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। এ সময় ডেমোক্র‍্যাটিক সমর্থকেরা ট্রাম্পের বিরুদ্ধে দুয়োধ্বনি দেয় ও ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বাইরে প্রাঙ্গনে ডেমোক্রেটিক ঘরানার প্রবীণতম বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রুথ বডার গিন্সবার্গের শেষকৃত্যে অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। এ সময় ডেমোক্রেটিক সমর্থকেরা ট্রাম্পকে 'বু' দিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে। 

এদিকে, গিন্সবার্গের মৃত্যুর তিনদিন পরেই ট্রাম্প ঘোষণা দেন, তিনি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে আগামী শনিবার কাউকে মনোনয়ন দিবেন। কিন্তু ডেমোক্রেটিকরা দাবি করছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পরই নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে।

এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বিচারপতি হিসেবে কারো নাম সুপারিশ করলে সিনেটে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। 

নির্বাচনের আগে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তবে সেই বিচারপতি অবশ্যই রক্ষনশীল ঘরানার হবে। ফলে সুপ্রিম কোর্টে প্রায় ৫০ বছর পর রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে।  

আর সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানরা ফিরে পেলে অভিবাসন ও গর্ভপাতের অধিকারসহ বেশ কিছু আইনে পরিবর্তন হতে পারে। 


এলএবাংলাটাইমস/ওএম