নিউইয়র্ক

লুইসভিলে পুলিশের উপর গুলিবর্ষণ: আটক এক বিক্ষোভকারী

পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ তরুণী ব্রিওনা টেইলরের মামলার রায়ের প্রতিক্রিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে কেন্টাকির লুইসভিল শহরে। আর বিক্ষোভ চলাকালীন সময় বিক্ষোভকারীদের গুলিতে দুই পুলিশ আহত হয় আজ। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। 

উদ্ধারকৃত এক ভিডিওতে দেখা যায়, ২৬ বছরের অভিযুক্ত যুবক ল্যারেঞ্জো জনসন দুইজন পুলিশের উপর গুলিবর্ষণ করে। এতে দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। 

গ্র‍্যান্ড জুরির রায়ে বলা হয়, জনশন বিক্ষোভকারী দলের সাথে মিশে ইচ্ছাকৃতভাবে দুই পুলিশের উপর গুলিবর্ষণ করে। আদালত জনসনের বিরুদ্ধে ওয়ানটন ইনিডেঞ্জারমেন্ট ও থার্ড ডিগ্রী অভিযোগ দায়ের করেন। 

ইনটেরিফ পুলিশ চীফ রবার্ট ক্রুইডার জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা মোটামুটি আশংকামুক্ত। কর্তৃপক্ষ লুইসভিলে জরুরি অবস্থা ও কারফিউ জারি রেখেছে৷ 


এলএবাংলাটাইমস/ওএম