যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করে প্রয়াত বিচারক রুথ বেডার গিন্সবার্গের স্থল পূরণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে তার মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে, আমি গর্বিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট।
প্রেসিডেন্ট ট্রাম্প তার মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে আরও বলেন, আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাকে যেন, ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।
কোনি ব্যারেট তার সংক্ষিপ্ত ভাষণে প্রয়াত বিচারক গিন্সবার্গের অবদানের কথা স্মরণ করেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের ৩৮দিন আগে তাঁর মনোনয়ন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো রক্ষণশীল একটি কোর্টের সুবিধা দেবে।
বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে ৩ নভেম্বরের আগে বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।
এলএ বাংলা টাইমস/এমকে
শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে তার মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে, আমি গর্বিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট।
প্রেসিডেন্ট ট্রাম্প তার মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে আরও বলেন, আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাকে যেন, ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।
কোনি ব্যারেট তার সংক্ষিপ্ত ভাষণে প্রয়াত বিচারক গিন্সবার্গের অবদানের কথা স্মরণ করেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের ৩৮দিন আগে তাঁর মনোনয়ন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো রক্ষণশীল একটি কোর্টের সুবিধা দেবে।
বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে ৩ নভেম্বরের আগে বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।
এলএ বাংলা টাইমস/এমকে