নিউইয়র্ক

ফোনে আড়িপাতা বন্ধ করছে যুক্তরাষ্ট্র

নাগরিকদের ফোনে আড়িপাতা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির নাগরিকদের ফোনে আড়িপাতার সুযোগ পেয়েছিল দেশটির সিকিউরিটি সার্ভিস। তবে মার্কিন সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে না পারায় ফোনে আড়িপাতা বন্ধ করা হচ্ছে। প্যাট্রিয়ট অ্যাক্ট নামে এ আইনের আওতায় ফোনে আড়িপাতা বন্ধের বিধানটি স্থানীয় সময় গত রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এরই মধ্যে আড়িপাতা কার্যক্রম বন্ধ করা শুরু করেছে। এদিকে এ সিদ্ধান্তকে সিনেটের ‘দায়িত্বহীন ভ্রষ্টতা’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। বিবিসি।