নিউইয়র্ক

অরেগনে জিম্মি অবস্থায় গুলিতে দুইজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে জিম্মিদশায় থাকা অবস্থায় জিম্মিকারীর গুলিতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ম্যারিয়ন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র এলএবাংলাটাইমসকে জানায়, পোর্টল্যান্ড থেকে ৪৫ মাইল উত্তরে সালেম নামক এলাকায় বেশকিছু বাসিন্দাকে জিম্মি করে রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। 

পরবর্তীতে পুলিশ একজন প্রফেশনাল নেগোশিয়েটর নিয়ে ওই এলাকায় যায় ও ফোনের মাধ্যমে জিম্মিকারীর সাথে সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করে৷ 

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও জিম্মিকারীর সাথে গোলাগুলির এক পর্যায়ে সন্দেহভাজন জিম্মিকারীর মৃত্যু হয়। 

এই ঘটনায় কয়জন মারা গেছে ও জিম্মিকারী পরিচয় কি - এসব জানানো থেকে বিরত থাকে পুলিশ। 

তবে পুলিশ জানায়, এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 


এলএবাংলাটাইমস/ওএম