নিউইয়র্ক

মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানালেই জরিমানা

নিউইয়র্কে মাস্ক ব্যবহার করতে না অস্বীকৃতি জানালেই বাসিন্দাদের জরিমানার বিধান করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের মেয়র বিল দে বাসিও এই বিধান জারি করার ঘোষণা দেন। 

নিউইয়র্কে সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা মোট টেস্টের তিন শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এই বিধান জারি করেছে কর্তৃপক্ষ। 

মেয়র বিল ফে বাসিও বলেন, নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুলস্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। এ সময় কোনো বাসিন্দা যদি মাস্ক পড়তে অস্বীকৃতি জানায়, তবে সেই বাসিন্দাকে জরিমানা করা হবে। 

মেয়র বলেন, আমরা কাউকে জরিমানা করতে চাই না। কিন্তু বিধান লংঘন করলে অবশ্যই জরিমানা আদায় করা হবে। 

এর আগে রাজ্যটির গণপরিবহনে কেউ মাস্ক ছাড়া চড়তে চাইলে সেই যাত্রীকে ৫০ ডলার জরিমানার বিধান করেছিলো নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন। 

নিউইয়র্কের করোনাভাইরাসের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যটিতে মোট টেস্টের ৩.২৫ শতাংশ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে৷ জুন মাসের পর এবারই সংখ্যাটি ৩ এর বেশি হলো। 

নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো ২৮টি রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা মোট টেস্টের ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে৷ তাছাড়া হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে গেছে৷ 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৭০ লাখের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে মারা গেছে দুই লাখের বেশি বাসিন্দা। 


এলএবাংলাটাইমস/ওএম