নিউইয়র্ক

হাসপাতালে ভর্তি আছেন ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পকে ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার দেহে করোনা সনাক্ত হয়, এর ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাম্পকে। 

হোয়াইট হাউজের বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাঁর অবস্থান মোটেও গুরুতর নয়। তিনি নিজেও সম্প্রতি তাঁর ফেসবুক পেইজে এক ভিডিও পোস্ট করে জানান, তিনি ভালো আছেন ও বিপদমুক্ত আছেন। আগামী কয়েকদিন ওয়াশিংটনের সেনা হাসপাতাল থেকেই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কয়েকধরনের করোনাভাইরাস প্রতিরোধী ওষুধের ককটেল সেবন করানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত বোধ করছেন তবে তিনি সবল আছেন। হোয়াইট হাউজ আরও জানিয়েছে, শুক্রবার সারাদিন জ্বরে ভুগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউজ থেকে একটি মেরিন হেলিকপ্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে পৌঁছায়। এসময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কারো সাহায্য ছাড়াই হেঁটে হেলিকপ্টারে উঠতে এবং নামতে দেখা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়েসি ডোনাল্ড ট্রাম্প। তবে নিন্দুকেরা বলছেন, ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারটি পুরোটাই বানোয়াট। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতেই ট্রাম্প প্রশাসন এই নাটক সাজিয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম