নিউইয়র্ক

অক্সিজেন সাপোর্টে আছেন ডোনাল্ড ট্রাম্প!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানিয়েছেন, ট্রাম্পের করোনাভাইরাসের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় জ্বর অনুভব করেননি ট্রাম্প, মৃদু কাশি ছাড়া তাঁর কোনো সমস্যাই নেই। 

ট্রাম্প নিজেও কয়েক ঘণ্টা আগে তাঁর ফেসবুক পেইজে ভিডিও পোস্ট করে জানান, তিনি সুস্থ আছেন। তবে সত্যিই প্রেসিডেন্ট ট্রাম্প কতোটা সুস্থ আছেন, সে বিষয়ে কানাঘুষা শুরু হয়েছে দেশজুড়ে। 

হোয়াইট হাউজের খুব ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমে সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব একটা আশংকামুক্তও নয়। এমনকি হাসপাতালে নেওয়ার পর থেকে ট্রাম্পকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। 

হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের শারীরিক অবস্থার জন্য খুবই জরুরি সময়।  গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের অবস্থা খুব স্থিতীশীল ছিলো না'। 

এদিকে, শনিবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক নেভী কমাণ্ডার ড. সিন কোনলি জানিয়েছিলেন, ট্রাম্প ভালো অনুভব করছেন। তাঁর অবস্থা ভালো হয়ে উঠছে। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানিয়েছেন, ৭২ ঘণ্টা আগে ট্রাম্পের করোনা ডায়াগনোসিস করা হয়। এরমধ্যে প্রেসিডেন্ট মৃদু জ্বর অনুভবও করেন। 

এদিকে, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের ডাক্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্প বলেছেন তিনি বেশ সুস্থ বোধ করছেন এবং আজকেই হাসপাতাল থেকে চলে যাওয়ার অবস্থায় রয়েছেন। 



এলএবাংলাটাইমস/ওএম