নিউইয়র্ক

নির্বাচনের আগে আর বেকারভাতা পাবেন না কর্মহীন মার্কিনীরা

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় বেকারভাতা বিষয়ক প্রস্তাব ও অর্থ অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের লাখ লাখ বাসিন্দারা দ্বিতীয় বেকারভাতার অর্থ নির্বাচনের আগে পাবেন না। 

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বেকারভাতা নির্ধারণ বিষয়ক মিটিং নির্বাচন পর্যন্ত পেছানো বিষয়ে টুইট করেন। 

ডোনাল্ড ট্রাম্প জানান, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মিটিং করতে এখনো আশ্বস্ত নন। এছাড়া নির্বাচনের আগেই সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে এমি কোনি ব্যারেটকে নিযুক্ত করার ব্যাপারেও মিচ ম্যাককনেলকে তোড়জোড় শুরু করতে বলা হয়।

ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেন, নির্বাচনের আগ পর্যন্ত দ্বিতীয় বেকারভাতা বিষয়ক সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচনের পরই আমি জেতার পর বড় অংকের ভাতা পাশ করানো হবে। পরিশ্রমী আমেরিকান ও ছোট ব্যবসায়ীদের ভাতা দিয়ে সাহায্য করা হবে। 

এর আগে, কর্মহীন বাসিন্দাদের বেকারভাতার জন্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অনুমোদনের প্রস্তাব দিয়েছিলো ট্রাম্প প্রশাসন। তবে হাউজ স্পিকার এই প্রস্তাব নাকচ করে দিয়ে ২ দশমিক ২ ট্রিলিয়ন অর্থ বরাদ্দের দাবি করেন। ফলে সেবারও আলোচনা ব্যর্থ হয়। 

এদিকে, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মার্কিন অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। প্রণোদনা কিংবা ভাতা দেওয়ার মতো অবস্থায় নেই যুক্তরাষ্ট্র। এই বিবৃতির পরই ট্রাম্প দ্বিতীয় বেকারভাতার অর্থ নির্বাচনের আগ পর্যন্ত আটকে দিয়েছেন বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। 


এলএবাংলাটাইমস/ওএম