নিউইয়র্ক

মাস্ক পড়তে অস্বীকৃতি: মাঝ আকাশে বিমানের ভিতরই তুমুল মারামারি

আকাশে উড়ছে বিমান, আর বিমানের ভিতরে চলছে তুমুল মারামারি। মারামারির সূত্রপাত ঘটে বিমানের এক যাত্রী মাস্ক পড়তে অস্বীকৃতি জানালে। পাশের যাত্রীর সাথে প্রথমে কথা-কাটাকাটি, এরপর এক পর্যায়ে শুরু হয় তুমুল মারামারি। 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটে৷ সোমবার (৫ সেপ্টেম্বর) ইউটাহ থেকে আরিজোনা গামী এক বিমানের ভিতরে মাস্ক নিয়ে হঠাৎ করেই শুরু হয় এই লঙ্কাকাণ্ড।

দ্রুতই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রেইনি ল্যান্ডসফোর্ড নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই যাত্রী পাশাপাশি বসে ছিলেন। তর্কাতর্কির এক পর্যায়ে হঠাৎ করেই দুই যাত্রী মারামারি শুরু করলে তিনি ঘটনাটি দ্রুত ভিডিও করে ফেলেন। 

ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতর এক যাত্রী আরেকজন যাত্রীর গলা টিপে ধরেছেন। আর ঝগড়া থামাতে এগিয়ে আসছেন আরো কয়েকজন সহযাত্রী। 

আরিজোনা এয়ারপোর্ট পুলিশ প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, বিমানের ভিতর এক ব্যক্তি মাস্ক ছাড়া থাকায় তাকে বিমানবালা মাস্ক পড়তে বলেন। কিন্তু মাস্ক পড়তে ওই ব্যক্তি অস্বীকৃতি জানালে এক সময় সেটি পাশের যাত্রীর সাথে ঝগড়ায় রূপ নেয়। পাশের যাত্রী মাস্ক পড়তে ওই ব্যক্তির সাথে চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে সেই ঝগড়া শেষ হয় হাতাহাতির মাধ্যমে। 

পরবর্তীতে আরিজোনায় বিমানটি এসে পৌঁছালে ওই দুই যাত্রীকে আটক করে পুলিশ। সমঝোতা করে দুই যাত্রীকেই বাড়ি পাঠানো হয়। 

তবে এয়ারপোর্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটে মাস্ক পড়া অবশ্যই বাধ্যতামূলক। 



এলএবাংলাটাইমস/ওএম