নিউইয়র্ক

ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও প্যান্স

প্রথম ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স ও ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউটাহতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন। 

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত এবারের নির্বাচনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক অন্যান্যবারের নির্বাচনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক থেকে বেশি গুরুত্ব পাবে। এর কারণ বর্তমান প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্ক আদৌ হবে কি না, সেটির কোনো নিশ্চয়তা নেই। এজন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পছন্দের প্রার্থী বেছে নিতে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের দিকে চোখ রাখবে। 

তবে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় এবারের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে কিছু পরিবর্তন আনা হয়েছে৷ সংক্রমণ এড়াতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একে অপরের থেকে ১২ ফুট দূরত্বে অবস্থান করবেন। এছাড়াও প্রার্থীদের নিরাপত্তার জন্য প্ল্যাক্সিগ্লাসের বেষ্টন ব্যবহার করা হবে। তাছাড়া উপস্থিত দর্শকদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। 

তবে, ডেমোক্রেটিক দলের অনেকেই ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মাইস পেন্সের সাথে বিতর্কের ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, মাইক পেন্স প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহচর, সেই ক্ষেত্রে মাইক পেন্সও ঝুঁকি মুক্ত নয়। মাইক পেন্সের উচিত আইসোলেশনে থাকা। 

তবে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে একাধিকবার করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে এবং প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। সুতরাং ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে কোনো ঝুঁকি নেই। 


এলএবাংলাটাইমস/ওএম