নিউইয়র্ক

নাগরিক প্রণোদনা নিয়ে হেঁয়ালি, নির্বাচনের আগেই পাশ হতে পারে ভাতা

নাগরিক প্রণোদনা নিয়ে ট্রাম্প প্রশাসন একেবার একেকরকম কথা বলছেন। কিছুদিন আগেই টুইট করে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনের আগে কর্মহীনদের বেকারভাতা বা নাগরিক প্রণোদনার বিল পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানালেন, খুব শীঘ্রই নাগরিক প্রণোদনার বিল পাশ হতে পারে৷ এই বিষয়ে কংগ্রেসের সাথে আলোচনা ঠিকভাবে এগোচ্ছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফক্স নিউজের সাথে এক ফোন ইন্টারভিউ এ ট্রাম্প জানান, 'নাগরিক প্রণোদনা বিষয়ক আলোচনা ভালোভাবেই এগোচ্ছে'।

এর আগে, বুধবার সন্ধ্যায় হাউজ রিপ্রেজেনটেটিভস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের সাথে আলোচনা করেন। সেখানে করোনাভাইরাসের কারণে বেশ কিছু সেক্টরের কর্মহীনদের ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। 

শুধুমাত্র এয়ারলাইন্স কোম্পানির কর্মচারীদের সাহায্যের জন্য ডেমোক্রেটিকরা ২৫ বিলিয়ন প্রণোদনা দাবি করছেন। এছাড়াও স্টেট ও লোকাল গভর্নমেন্ট এর জন্যেও আলাদা অর্থ চেয়েছেন তারা। 

এছাড়াও কর্মহীন নাগরিকদের প্রণোদনার জন্য মাসিক ১২০০ ডলার ভাতার বিষয়েও আলোচনা খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে। ট্রাম্প এর আগে টুইটারে জানিয়েছিলেন, তিনি প্রত্যেক নাগরিককে ১২০০ ডলার চ্যাক দিতে প্রস্তুত। 


এলএবাংলাটাইমস/ওএম