নিউইয়র্ক

কবে পাওয়া যাবে দ্বিতীয় নাগরিক প্রণোদনা? জেনে নিন!

গত ছয় মাস ধরে দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিষয়ে আলোচনা চলছে ওয়াশিংটনে। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কিছুই। দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কতো হতে পারে, এ নিয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি কংগ্রেস ও প্রশাসন। ফলে দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ আদৌ কবে কর্মহীন মার্কিনীদের একাউন্টে জমা হবে, এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত নয়। 

তবে দ্বিতীয় প্রণোদনা বিষয়ে আবার নতুন করে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মসূচি বিবেচনায় এনে ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরের মাঝামাঝিতে 'ডিরেক্ট পেমেন্ট' এর আওতায় থাকা কর্মহীনরা ভাতার অর্থ পেতে পারেন। আর  ইআইপি কার্ডধারীদের কাছে ডিসেম্বরের মাঝামাঝির আগে ভাতা পৌঁছানোর সম্ভাবনা নেই। 

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় প্রণোদনার বিষয়ে হোয়াইট হাইজে বিল পাশ হতে পারে অক্টোবরের ১৯ তারিখে। এরপর সেই বিল সিনেটে পাশ হতে পারে অক্টোবরের ২০ তারিখে৷ এর পরের দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে সাইন করে দিতে পারেন। এরপরই প্রণোদনার অর্থ পৌঁছে যাবে কর্মহীন মার্কিনীদের কাছে। 

নভেম্বরের ৯ তারিখে ডিরেক্ট পেমেন্ট পেতে পারেন অনেকে। এরপর ২৩ তারিখ পেপার চেকের মাধ্যমে কিছু মার্কিনীদের কাছে অর্থ পৌঁছে যাবে। সবার শেষে ডিসেম্বরের ১৪ তারিখ ইআইপি কার্ডধারীদের কাছে প্রণোদনা পৌঁছে যাবে।  
এর আগে, গত আগস্টে ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন জানিয়েছিলেন, বিল পাশ হওয়ার পর খুব দ্রুতই ৫০ মিলিয়ন কর্মহীনদের কাছে অর্থ পৌঁছে যাবে। 

তাছাড়া বৃহস্পতিবার হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, প্রণোদনার ব্যাপারে আলোচনা চলছে। এই বিষয়ে আলাপ আলোচনা কিছুটা এগিয়েছে, মত বিনিময় হচ্ছে৷ তবে নির্বাচনের কারণে চূড়ান্তভাবে কোনো তারিখ নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। 

তিনটি পদ্ধতিতে এবার কর্মহীন মার্কিনীদের কাছে ভাতা পৌঁছাবে। ডিরেক্ট পেমেন্ট আর আওতায় যারা ছিলো, সবার আগে তারাই অর্থ পাবে। পর্যায়ক্রমে চ্যাক ও কার্ড পদ্ধতিতে ভাতার অর্থ প্রদান করা হবে। 


এলএবাংলাটাইমস/ওএম