নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে করোনার থেরাপি আবিষ্কার করলো ১৪ বছরের কিশোরী!

বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা যেখানে করোনার প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছে, তখন অভিনব এক আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে টেক্সাসের ১৪ বছরের এক কিশোরী। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার করোনাভাইরাসের থেরাপিতে কাজে দিতে পারে।
টেক্সাসের ফ্রিসকো শহরের কিশোরী আনিকা চেবরুলু সম্প্রতি 'ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ' এ ইন-সিলিকো মেথডোলজির মাধ্যমে সার্স-কোভ-টু ভাইরাসের প্রোটিন উৎপাদনের এক মোলিকুল আবিষ্কার করেছে। আর এই আবিষ্কারের জন্য প্রতিযোগিতায় প্রথম হয়ে ২৫ হাজার ডলার প্রাইজমানি জিতেছে এই কিশোরী।
সংবাদ মাধ্যমে উদীয়মান বিজ্ঞানী আনিকা বলেন, আমার এই সায়েন্স প্রজেক্ট ন্যাশনাল সায়েন্টিস গ্রুপ অনুমোদন করেছেন। করোনা প্রতিরোধে আমার এই প্রজেক্ট যেভাবে ইতিবাচক সাড়া ফেলেছে, এটা অভিনব। অন্যান্যদের মতো আমিও আশা করি এই মহামারি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মারা গেছে ২ লাখ ১৯ হাজার বাসিন্দা।   এলএবাংলাটাইমস /ওএম