নিউইয়র্ক

দ্বিতীয় নাগরিক প্রণোদনা: চুক্তিতে ট্রাম্পের সায়, আশাবাদী পেলোসি

দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য কংগ্রেসের প্রস্তাব করা ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি অংকের চুক্তি মেনে নিতে রাজি আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত প্রস্তাবিত অর্থের ব্যাপারেই সায় দেয়নি রিপাবলিকান পার্টির সিনেটররা।   মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ডেমোক্রেটিকদের থেকেও বড় অংকের অর্থ দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য বরাদ্দ করতে চাই।   দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কতো নির্ধারিত হবে, এ নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারেনি হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন। নির্বাচনের আগে চুক্তির বিষয়ে আলোচনা করার শেষদিন বুধবার। যদি বুধবারে প্রণোদনার বরাদ্দকৃত অর্থ কতো হবে এ নিয়ে চুক্তি চূড়ান্ত না হয়, তবে নির্বাচনের আগে এটি কংগ্রেসে পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই।   যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া বাসিন্দাদের জন্য দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থের জন্য হোয়াইট হাউজ প্রস্তাব করেছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। তবে হাউজ স্পিকার ও ডেমোক্রেট সিনেটররা বরাদ্দ চাইছেন ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।   হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আলোচনার শেষদিনে চুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারে আশা রয়েছে। স্টিভেন মুনচিনের সাথে এই বিষয়ে বুধবার আলোচনায় বসা হবে৷ ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদী।     এলএবাংলাটাইমস /ওএম