নিউইয়র্ক

অগ্রীম ভোটারদের দলে টানতে তৎপর ট্রাম্প

  ৩ নভেম্বর সাধারণ নির্বাচন। নির্ধারিত তারিখের আগেই বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অগ্রীম ভোট। আর অগ্রীম ভোটারদের দলে টানতে বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিপক্ষ জো বাইডেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) পেনিসেলভেনিয়া সফর করছেন ট্রাম্প। রাজ্যটির ভোটাররা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ বিধায় অগ্রীম ভোটারদের দলে টানতে ট্রাম্প সেখানে সফরে যাচ্ছেন। ইতোমধ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এর সমর্থনে পেনিসেলভেনিয়া সফর করেছেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এছাড়াও অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য উইসকনসিনেও অগ্রীম ভোট শুরু হয়েছে। সেখানে নির্বাচনের দুই সপ্তাহ আগে রেকর্ড সংখ্যক বাসিন্দা অগ্রীম ভোট প্রদান করেছেন।
জাতীয় জনমত অনুসারে দেখা গেছে, রিপাবলিকান সমর্থিত ট্রাম্পের থেকে জরিপে অনেক এগিয়ে আছে জো বাইডেন। তবে সুইং স্টেটগুলোয় যে বেশি ভোট পাবে, সেই এবারের নির্বাচনী বৈতরণী পার হবে।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পেনিসেলভেনিয়ায় জনমত জরিপে জো বাইডেনের থেকে খানিকটা এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট হিসেবে খ্যাত পেনিসেলভেনিয়াতে ট্রাম্পের সমর্থনে আছেন ৪৯ শতাংশ, অপরদিকে জো বাইডেনকে সমর্থন দিচ্ছেন ৪৫ শতাংশ বাসিন্দা।
সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। করোনাভাইরাস ঠেকাতে ট্রাম্পের বেশিরভাগ উদ্যোগ সমালোচিত হওয়ায় অনেক বাসিন্দাই ট্রাম্পের উপর দ্বিতীয়বার আস্থা রাখতে পারবেন না।
তবে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জনমত জরিপের পাল্লা ট্রাম্পের দিকে কিছুটা হেলে পড়ছে। উইসকনসিন, মিশিগান, ফ্লোরিডাসহ বেশকিছু রাজ্যে ট্রাম্পের সমর্থন আগের থেকে কিছুটা বেড়েছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে খুব অল্প ব্যবধানে এই রাজ্যগুলোতে জিতেছিলেন ট্রাম্প।
এলএবাংলাটাইমস /ওএম